ব্যবসায় কর্তব্য বণ্টন গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : সঠিকভাবে ব্যবসায় পরিচলনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্তব্য বণ্টন।
ব্যবসায় কার্য পরিচালনা করতে হলে ব্যবসায়ের বিভিন্ন কর্তব্য বিভিন্ন জনের উপর ভাগ করে দিতে হবে। বিশেষ করে যে কর্মী যে বিষয়ের উপর দক্ষ তাকে সেই কাজেই নিযুক্ত করা উচিত। ব্যবসায়ের প্রতিটি কর্মীর উপর একটি নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয়। অভিজ্ঞতা, ক্ষমতা ও দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগ ও উপবিভাগে প্রতিটি কর্মীর সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা প্রয়োজন এবং সে কর্মী যে কাজে অভিজ্ঞ ও দক্ষ তারে সেই কাজই দেওয়া উচিত। এইভাবে কর্তব্য বণ্টন করে দিলে ব্যবসায় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সক্ষম হয়। তাই ব্যবসায় কর্তব্য বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ।