সামাজিক ব্যয় ও ব্যক্তিগত ব্যয়ের পার্থক একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
ব্যক্তিগত ব্যয়:কোনো ফাম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য সরাসরি যে পরিমান আথিক ব্যয় এবং অপরাপন অপ্রকাশ্য ব্যয় করে এদের সমষ্টিকে ব্যক্তিগত ব্যয় বলে। এককথায় উৎপাদনের সাথে জড়িত সব ধরনের প্রকাশ্য ও অ-প্রকাশ্য ব্যায়ের যোগফল হচ্ছে ব্যক্তিগত ব্যয়।
সামাজিক ব্যয় : উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরে সমাজের নানা ব্যক্তি অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের ক্ষতিপূরণ দিতে গেলে যে মোট অর্থের প্রয়োজন পড়ে, সেই পরিমাণ অর্থই হলো সামাজিক ব্যয়। উদাহরণ : আমার বাড়ি কুমিল্লা জেলায়। এ জেলায় খুব বেশি তামাক চাষ হয়। এই তামাক চাষ করার জন্য সমগ্র জেলার উপকরণ বাবদ ৫ কোটি টাকা ব্যয় হয়। এ ছাড়া কর্মচারীদের বেতন ও ভাতা হিসাবে (যাকে প্রকাশ্য ব্যয় বলে) ১০ কোটি টাকা ব্যয় হয়। এখানে ১৫ (৫ + ১০) কোটি টাকা ব্যয়কে প্রকাশ্য ব্যয় বলে। আবার জমির মালিক যারা নিজেরা কাজ করে তাদের মজুরি ও তাদের সংসারের সন্তান ও স্ত্রীর ত্যাগ স্বীকার বাবদ ধরি ১ কোটি টাকা। অবশ্য এ ধরনের ব্যয়কে অপ্রকাশ্য ব্যয় বলে। এখানে উপকরণ ব্যয় ৫ কোটি টাকা, প্রকাশ্য ব্যয় ১০ কোটি টাকা, অপ্রকাশ্য ব্যয় ১ কোটি টাকা। এদের সমষ্টি (৫ + ১০ + ১) = ১৬ কোটি টাকা হলো ব্যক্তিগত ব্যয়। বছর শেষে দেখা যায় সমগ্র কুমিল্লা জেলায় তামাক চাষ ও তামাক থেকে সিগারেট উৎপাদন করার কারণে ২০ জন লোক ক্যান্সার ও বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়। তাদের জন্য পরিবার ও সরকারের মোট ব্যয় হয় দুই কোটি টাকা। এই দুই কোটি টাকা ব্যয়কে সামাজিক ব্যয় বলে।