উৎপাদন বলতে কী বোঝায়?
উত্তর : উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়।
উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে। আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না। উপকরণ বা প্রাথমিক দ্ৰব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। যেমন- আটা, লবণ, পানি, বেলুন ইত্যাদি ব্যবহার করে রুটি বানানো হয়। রুটি একটি উৎপাদিত নতুন দ্রব্য। রুটি খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি বা তৃপ্তি পাই। অর্থাৎ রুটি তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে। সুতরাং উৎপাদন বলতে কোনো বস্তু সৃষ্টি নয় বরং বস্তুর অতিরিক্ত উপযোগ সৃষ্টিকে বোঝায়।