কোনো ফার্মের পণ্যের চাহিদা শূন্য হয় না কেন?
উত্তর : কোনো ফার্মের পণ্যের চাহিদা শূন্য হয় না ক্রেতার উপস্থিতি বিদ্যমান থাকার কারণে।
কোনো ফার্ম যখন পণ্যের মূল্য বৃদ্ধি করে, তখন অনেক ভোক্তাই উক্ত ফার্মের পরিবর্তে অন্য ফার্মের দ্রব্য ক্রয় করে। কিন্তু এমন কিছু ভোক্তা থাকে, যারা প্রথম ফার্মের পণ্যই পরিমাণে কম করে ক্রয় করতে হলেও করে। এসব ভোক্তাদের উপস্থিতির জন্যই কোনো ফার্মের পণ্যের চাহিদা শূন্য হয় না।