একচেটিয়া প্রতিযোগিতার উদ্ভব হয় কেন?
উত্তর :দ্রব্যের পৃথকীকরণের কারণে একচেটিয়া প্রতিযোগিতার উদ্ভব হয়।
একচেটিয়া প্রতিযোগিতার অধীনে বিভিন্ন ফার্ম রয়েছে। এসব ফার্মের অধীনে যেসব পণ্য উৎপাদিত হয়, সেগুলো অনেকটা সদৃশ হলেও একটি থেকে অপরটিকে আলাদা করা যায়। কেননা, উৎপাদিত দ্রব্যগুলোর মধ্যে কিছুটা গুণগত ও বাহ্যিক অবয়বগত পার্থক্য লক্ষ করা যায়। বিভিন্ন ফার্মের উৎপাদিত এসব দ্রব্যের পৃথকীকরণের জন্যই একচেটিয়া প্রতিযোগিতার উদ্ভব হয়।