উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়?
উত্তর : কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে উৎপাদনকারীকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে হয়। যেকোনো দ্রব্য উৎপাদনের জন্য কাঁচামাল, যন্ত্রপাতি ক্রয়, জমির খাজনা, শ্রমিকের মজুরি, মূলধনের সুদ প্রভৃতি বাবদ অর্থ ব্যয় করতে হয়। কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ সংগ্রহ কাজে নিয়োগ করার জন্য যে ব্যয় হয় তাকেই উৎপাদন ব্যয় বলে।