ফার্ম ও শিল্পের ধারণা দাও।
উত্তর : ফার্ম : একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ফার্ম বলে।
শিল্প : শিল্প বলতে মূলত অর্থনৈতিক এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায়, যার অধীনে অসংখ্য ফার্ম থাকতে পারে। যেখানে ফার্মসমূহ একবার মূল্য ও উৎপাদন নির্ধারণ করলে পরবর্তীতে মূল্য ও উৎপাদন পরিবর্তন করার আর কোনো সুযোগ নেই। অর্থাৎ শিল্পের অন্তর্গত ফার্মসমূহের মূল্য ও উৎপাদন স্থির হয়ে যায়।