বাংলাদেশের বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীরা কী ধরনের প্রভাব ফেলে?
উত্তর : বাংলাদেশের কৃষিজাত ও শিল্পজাত উভয় ধরনের দ্রব্যের বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীরা নেতিবাচক প্রভাব ফেলে। কৃষিজাত দ্রব্যের ক্ষেত্রে তারা কৃষকদের কাছ থেকে কম দামে দ্রব্য কিনে পরে বেশি দামে বিক্রি করে। যার কারণে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রেও তারা কারখানা থেকে পাইকারি মূল্যে দ্রব্য ক্রয় করে। কিন্তু ক্রেতার কাছ থেকে তারা আবার বেশি মূল্য গ্রহণ করে থাকে। এভাবে মধ্যস্বত্বভোগীরা উৎপাদনকারী ও ক্রেতা উভয় পক্ষকেই ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে ভোক্তারা এক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হয়।