মোট উৎপাদন (TP) বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর : বিভিন্ন উপকরণ ব্যবহার করে একটি ফার্ম যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে তাকে মোট উৎপাদন বলে। এ ধারণাটি ব্যাখ্যার জন্য একটি উদাহরণ দেওয়া যায়। যেমন ১ম, ২য় ও ৩য় একক শ্রম নিয়োগ করলে যদি উৎপাদন যথাক্রমে ১০ একক, ৯ একক ও ৮. একক পাওয়া যায়। সেক্ষেত্রে মোট উৎপাদন TP = ১০ একক + ৯ একক ও +৮ একক ২৭ একক হয়। সাধারণভাবে মোট উৎপাদনকে TP = দ্বারা প্রকাশ করা হয়।