উৎপাদনের উপকরণের সচলতা বলতে কী বোঝায়?
উত্তর : উৎপাদনের উপকরণের সচলতা মোট দেশজ উৎপাদনের অন্যতম নির্ধারক।
অর্থনীতির ভাষায় উৎপাদনের উপকরণের সচলতা বলতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতাকে বোঝায়। এর উপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে। উদাহরণস্বরূপ বাংলাদেশে পিছিয়ে পড়া খাত পাট চাষ কমিয়ে ধান বা ভুট্টা চাষ বৃদ্ধির কথা উল্লেখ করা যায়। এ ক্ষেত্রে পরিবর্তিত পণ্য উৎপাদনে জমি ও অন্যান্য উপকরণ ব্যবহারের সক্ষমতাই ‘সচলতা’ হিসেবে গণ্য হবে।