সরকারি ঋণের সুদ GDP থেকে বাদ দেওয়া হয় কেন?

সরকারি ঋণের সুদ GDP থেকে বাদ দেওয়া হয় কেন?

উত্তর : সরকারি ঋণের সুদ মোট দেশজ উৎপাদন বা GDP (Gross Domestic Product) থেকে বাদ দেওয়া হয়। সরকার তার ঋণের বিপরীতে যে সুদ দিয়ে থাকেন তা GDP এর অন্তর্ভুক্ত নয়। যেমন- যুদ্ধকালীন সরকার যে ঋণ করে জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা থাকে না। এ ঋণের বিপরীতে সুদ হস্তান্তর পাওনা হিসেবে বিবেচিত। এমনি সকল ক্ষেত্রেই সরকারি ঋণের জাতীয় উৎপাদনে কোনো অবদান থাকে না বলে তা GDP থেকে বাদ দেওয়া হয়।

Table of Contents

About Post Author

Related posts