অর্থ বলতে কী বোঝায়?
উত্তর : সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক এবং দেনা-পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত তা-ই অর্থ। বিভিন্ন দেশে অর্থ বিভিন্ন নামে পরিচিত। যেমন-বাংলাদেশে টাকা, ভারতে রুপি, আমেরিকায় ডলার এবং ইউরোপের অধিকাংশ দেশে ইউরো।