মাথাপিছু আয়কে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক বলা হয় কেন?
উত্তর : যে কোনো দেশের উন্নয়নের প্রধান মাপকাঠি হলো মাথাপিছু আয় ।
মাথাপিছু আয় বলতে জনপ্রতি বার্ষিক আয়কে বোঝায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট জাতীয় উৎপাদনকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয় হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক। এ সূচক দ্বারা দেশটি উন্নত নাকি অনুন্নত তা সহজেই পরিমাপ করা যায়। যদি মাথাপিছু আয় বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আবার যদি মাথাপিছু আয় কম হয় তবে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল।