বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?
উত্তর : বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। বাণিজ্যিক ব্যাংক অতীতের মতো নোট প্রচলনের অধিকার সংরক্ষণ না করলেও বিভিন্ন উপায়ে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। যেমন- চেক, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারীর চেক ইত্যাদি ঋণপত্র বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ফলে ব্যবসায়-বাণিজ্য ও অন্যান্য লেনদেন গতিশীল হয়। উন্নত দেশগুলোতে অধিকাংশ লেনদেন এসব বিনিময়ের মাধ্যম দ্বারা সম্পন্ন হয়। বাণিজ্যিক ব্যাংক টাকা ছাপাতে না পারলেও বিভিন্ন ধরনের ঋণপত্র ইস্যুর মাধ্যমে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে এবং অর্থনীতিকে শক্তিশালী করে।