আমাদের দেশে পুঁজি গঠনের হার কম কেন?
উত্তর : আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় কম হওয়ায় সঞ্চয়ও কম। তাই আমাদের দেশে পুঁজি গঠনের হার কম। জনসাধারণের আর্থিক সঞ্চয় সংগ্রহে অসুবিধা বিনিয়োগের সীমিত প্রয়োগ ও দক্ষ উদ্যোক্তার অভাব এদেশের স্বল্প মূলধন গঠনের জন্য দায়ী। তাছাড়া কারিগরি জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ ইত্যাদি কারণেও এদেশে বিনিয়োগ বা পুঁজি গঠনের হার নিম্ন।