প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার বলতে কী বোঝায়?
উত্তর : প্রকৃতি প্রদত্ত সকল সম্পদই প্রাকৃতিক সম্পদ। অর্থনীতির যেকোনো খাতে উৎপাদন কার্য সুষ্ঠুভাবে ও ফলপ্রসূ উপায়ে পরিচালনার জন্য প্রাকৃতিক সম্পদ কাজে লাগানো হয়। যেমন- খরস্রোতা নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন, প্রাকৃতিক গ্যাস দিয়ে সার ও বিদ্যুৎ উৎপাদন, নদী ও সমুদ্র থেকে মাছ আহরণ, নিয়মমাফিক ও পরিমিত পরিমাণে পানি ব্যবহার ইত্যাদি ব্যবস্থা করাকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার বলে।