বাণিজ্যিক ব্যাংক জনগণ ও মক্কেলদের পক্ষে কী কী কাজ করে থাকে?

বাণিজ্যিক ব্যাংক জনগণ ও মক্কেলদের পক্ষে কী কী কাজ করে থাকে?

উত্তর : বাণিজ্যিক ব্যাংক জনগণের মূল্যবান জিনিসপত্র যেমন, দলিল-পত্রাদি ও মূল্যবান অলংকার ইত্যাদি নিরাপদে লকারে জমা রাখে। সেই সাথে সম্পত্তির দেখাশোনা, সম্পত্তির কর আদায় ও প্রদানের ব্যবস্থাপূর্বক অছির দায়িত্ব পালন করে। মক্কেলদের স্বার্থে আর্থিক সচ্ছলতার সনদপত্র প্রদান করে ও গোপনীয়তা রক্ষা করে। আবার মক্কেলদের প্রতিনিধি হিসেবে চেক, বিনিময় বিল, বাড়িভাড়া, আয়কর, বীমার প্রিমিয়াম এবং বৈদ্যুতিক বিল ইত্যাদি সংগ্রহ ও প্রদানসহ বিবিধ কার্যাবলি সম্পন্ন করে থাকে।

Table of Contents

About Post Author

Related posts