সরকার প্রতিরক্ষা খাতে প্রচুর ব্যয় করে কেন?
উত্তর : জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে সরকার প্রতিরক্ষা খাতে প্রচুর ব্যয় করে।
বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা বাহিনীকে অবশ্যই শক্তিশালী হওয়া দরকার। এ লক্ষ্যে যুদ্ধের সাজ-সরঞ্জাম ক্রয়, প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, বেতন-ভাতা, বাসস্থান ও চিকিৎসা প্রভৃতি প্রদানের জন্য সরকার এ খাতে প্রচুর অর্থ ব্যয় করে। প্রতিরক্ষা খাত শক্তিশালী না হলে দেশে বহিঃশত্রুর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সরকার প্রতিরক্ষা খাতে প্রচুর ব্যয় করে থাকে।