সাময়িক বেকারত্ব বলতে কী বোঝায়?
উত্তর : সাময়িক বেকারত্ব বলতে পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয় তাকে বোঝানো হয়। বাংলাদেশে সাময়িক বেকারত্বের প্রবণতা লক্ষ করা যায়। যেমন- একজন গার্মেন্টের শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসায় আত্মনিয়োগ করে। এ সময় যে কয়দিন সে কর্মহীন হয়ে থাকে, এ সময়কালটাই সাময়িক বেকারত্ব বলে গণ্য হয়।