দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে অর্থনৈতিক উন্নয়নকে মন্থর করে?
উত্তর : অনুন্নত দেশে কম উৎপাদনের ফলে আয় কম হয়। সঞ্চয় কম হওয়ায় বিনিয়োগও কম হয়। মূলধনও কম সৃষ্টি হয়। ফলে উৎপাদনও কম হয়। এই অবস্থাই হলো দারিদ্র্যের দুষ্টচক্র। অনুন্নত দেশগুলোতে এই চক্র বিরাজমান। আর এই চক্র বিরাজমান থাকায় অনুন্নত দেশে উন্নয়নের গতি মন্থর থাকে।