বিহিত মুদ্রা বলতে কী বোঝায়?

বিহিত মুদ্রা বলতে কী বোঝায়?

উত্তর : সরকারি আইন দ্বারা যে মুদ্রা প্রচলিত এবং লেনদেনের ক্ষেত্রে যা সকলে গ্রহণ করতে বাধ্য থাকে তাক বিহিত মুদ্রা বলে। বাংলাদেশে ৫০ টাকা, ১০০ টাকার কাগজি নোট বিহিত মুদ্রা।
বিহিত মুদ্রা আবার দু’প্রকার; যথা— অসীম বিহিত মুদ্রা ও সসীম বিহিত মুদ্রা। যে মুদ্রা দ্বারা যেকোনো পরিমাণ লেনদেন করা যায় তাকে অসীম বিহিত মুদ্রা বলে। আর যে মুদ্রা দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায় এবং আইনগতভাবে তার অধিক গ্রহণে জনসাধারণকে বাধ্য করা যায় না তাকে সসীম বিহিত মুদ্রা বলে।

Related posts