বৈদেশিক বাণিজ্য ঘাটতি বলতে কী বোঝায়?
উত্তর: রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হলে তাকে বৈদেশিক বাণিজ্য ঘাটতি বলে।
কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। তাই দেশের চাহিদার তুলনায় উৎপাদিত অতিরিক্ত পণ্য রপ্তানি করা হয় এবং আমদানির মাধ্যমে ঘাটতি পূরণ করা হয়। তবে কোনো কোনো দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার বহুমুখী চাহিদা পূরণ এবং উন্নয়নের জন্য ভোগ্যপণ্য ও মূলধনী দ্রব্য আমদানি বাবদ প্রচুর অর্থ ব্যয়িত হয়, যা রপ্তানি আয়কে ছাপিয়ে যায়। এতে করে বাণিজ্যের ভারসাম্যে অব্যাহত ঘাটতির সৃষ্টি হয়। আর এই ঘাটতিই হলো বৈদেশিক বাণিজ্য ঘাটতি।