মৌসুমি বেকারত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর : মৌসুমি বেকারত্ব বলতে প্রাকৃতিক কারণে বছরের কোনো বিশেষ বিশেষ সময়ে যে ধরনের বেকারত্ব সৃষ্টি হয় তাকে বোঝায়।
ফসল বপন ও কর্তনের সময় ব্যতীত অন্যান্য সময়ে গ্রামীণ শ্রমিকের কোনো কাজ থাকে না। অর্থাৎ, বছরের যে সময়ে কৃষি শ্রমিক বা গ্রামীণ শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়, সে সময়ের জন্য ঐ শ্রমিককে মৌসুমি বেকার বলে।