সরকারি অর্থব্যবস্থা কীভাবে দেশের সর্বোচ্চ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে?
উত্তর : সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়, ব্যয় ও ঋণের সঠিক বণ্টনের মাধ্যমে দেশের সর্বোচ্চ কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে।
একটি দেশের জনসাধারণের সর্বোচ্চ কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য স্থানীয় সরকার কোন খাতে, কীভাবে, কোন নীতিতে ব্যয় করবে তা সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়। যদি আয় অপেক্ষা ব্যয় বেশি হয়, তাহলে এই ব্যয় নির্বাহের জন্য কীভাবে এবং কোন উৎস হতে আয় করবে তা সরকারি অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করে। সরকার কোন উৎস থেকে কতটুকু ঋণ করবে তাও নিশ্চিত করে সরকারি অর্থব্যবস্থা। এইভাবে সঠিক আয়, ব্যয় ও ঋণ বণ্টনের মাধ্যমে সরকারি অর্থব্যবস্থা দেশের সর্বোচ্চ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে।