ঘাটতি বাজেটকে অসম বাজেট বলার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : ঘাটতি বাজেট অসম বাজেটের অন্তর্ভুক্ত। সরকার তার ব্যয় নির্বাহের উদ্দেশ্যে আয় করে। তবে সব সময়ে এ আয়, ব্যয়ের সমান নাও হতে পারে। যখন সরকারের প্রণীত বাজেটে এ আয়, ব্যয়ের মধ্যে অসমাঞ্জস্যতা দেখা দেয় তখন তাকে অসম বাজেট বলে। ঘাটতি বাজেটে কোনো নির্দিষ্ট আর্থিক বছরে সরকারের রাজস্ব আয়ের চেয়ে রাজস্ব ব্যয় বেশি হয়ে পড়ে। ঘাটতি বাজেটকে তাই অসম বাজেট বলা হয়।