চলতি বাজেটের অর্থ কীভাবে ব্যয় করা হয়?

চলতি বাজেটের অর্থ কীভাবে ব্যয় করা হয়?

উত্তর : চলতি বাজেটের অর্থ সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশ রক্ষার্থে ব্যয় করা হয়।
যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে চলতি বাজেট বলে। চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব হতে। কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো- মূল্য সংযোজন কর, আয়কর, সম্পত্তি কর ও ভূমি রাজস্ব ইত্যাদি। কর বহির্ভূত রাজস্বের মধ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লভ্যাংশ ও মুনাফা, ঋণের সুদ ইত্যাদি। বাজেটের এই অর্থ ব্যয় হয় সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য।

Table of Contents

About Post Author

Related posts