মূল্য সংযোজন কর বলতে কী বোঝায়?
উত্তর : উৎপাদনের বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার উপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয়, তাকে মূল্য সংযোজন কর বলে।
উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। এ সকল স্তরের উপর নির্ধারিত হারে কর প্রদান করতে হয় উৎপাদককে। উৎপাদকের প্রদানকৃত একরই মূল্য সংযোজন কর। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ কর চালু করা হয়েছে।