সরকার ব্যয়ের খাত হিসাবে শিল্প ও অর্থনৈতিক সেবা সম্পর্কে ধারণা দাও।
উত্তর :দেশের শিল্প এবং অর্থনৈতিক বিভিন্ন সেবা খাতের উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
শিল্প, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এ খাতে অর্থ ব্যয় করে থাকে। আবার, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতেও উদ্যোক্তাদের ঋণ বিতরণ বাবদ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাই সরকারের ব্যয়ের খাত হিসেবে শিল্প ও অর্থনৈতিক সেবার খাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।