মুক্তিযুদ্ধ বিজয়ের সুবর্ণজয়ন্তী MCQ উত্তর( ডিসেম্বর ২০২১)
১) বাংলাদেশ বিজয় লাভ করে কবে?
উত্তর :১৬ ডিসেম্বর ১৯৭১
২) বিজয়ের সুবর্ণজয়ন্তী কবে পালিত হবে?
উত্তর : ১৬ ডিসেম্বর ২০২১
৩) ১৬ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে কবে ঘোষণা করা হয়?
উত্তর : ২২ জানুয়ারি ১৯৭২
৪) বাংলাদেশের বিজয় দিবস কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর
৫) বাংলাদেশের বিজয় লাভের দিন বাংলায় কত তারিখ ছিল?
উত্তর : ১ পৌষ ১৩৭৮
৬)বাংলাদেশের বিজয় লাভের দিন কি বার ছিল?
উত্তর : বৃহস্পতিবার
৭) Victory শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর:ল্যাটিন শব্দ থেকে
৮) মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশের যৌথ কমান্ড গঠিত হয় কবে?
উত্তর : ৩ ডিসেম্বর ১৯৭১
৯) যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন কে?
উত্তর :ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঋলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
১০) ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি জড়িয়ে যায় কবে?
উত্তর :৩ ডিসেম্বর ১৯৭১
১১) মুক্তিযুদ্ধকালে ভারতীয় সেনাবাহিনীর পূবাঋালীয় কমান্ডারে চিফ অব,স্টাফ কে ছিলেন?
উত্তর :লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব ফ্রেডারি রালফ জ্যাকব (জে এফ আর জ্যাকব।
১২) ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর চীফ অব জেলারেল স্টাফ কে ছিলেন।
উত্তর : লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান খান
১৩) মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর : ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ।মূল নাম শ্যাম হোরামশিজির প্রেমজি শ্যাম বাহাদুর জামসেদজি মানেকশ।।
১৪) মিএবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর :লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
১৫) মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে কম সময়ের দুর্ধর্ষ অপারেশন কোনটি?
উত্তর : অপারেশন ফার্মগেট।
১৬) মুক্তিযোদ্ধা দিবস কবে?
উত্তর : ১ ডিসেম্বর
১৭) বাংলাদেশ -ভারত ‘মৈএী দিবস ‘কবে?
উত্তর: ৬ ডিসেম্বর
১৮) বাংলাদেশকে স্বীকৃতি দিতে ১৯৭১ সালে ভারতে প্রধানমএী ইন্দিরা গান্ধীকে অনুরোধ জানিয়ে কতটি পএ প্রেরণ করা হয়?
উত্তর : চারটি পএ-১৫ অক্টোবর ;২৩ নভেম্বর ;২ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর ১৯৭১।
১৯) ৪টি পএের মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমএী তাজউদ্দীন আহমদ যুগ্নভাবে ভারতের প্রধানমএী ইন্দিরা গান্ধীকে অনুরোধ জানিয়ে পএ প্রেরণ করেন কবে?
উত্তর : ৪ ডিসেম্বর ১৯৭১
২০) ১৯৭১ সালে কতটি দেশ বাংলাদেশ কে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রদান করে?
উত্তর :২টি ভুটান ও ভারত।
২১) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
উত্তর : ভুটান;৬ ডিসেম্বর ১৯৭১ (আনুমানিক সকাল ১০ টার দিকে তারবার্তার মাধ্যমে।
২২) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় রাষ্ট্র কোনটি?
উত্তর : ভারত; ৬ ডিসেম্বর ১৯৭১ ( আনুমানিক সকাল ১১.০০-১১.৩০ টার দিকে তারবার্তার মাধ্যমে)।
২৩) ৬ ডিসেম্বর ১৯৭১ ভারতের পার্লামেন্টের বিশেয় অধিবেশনে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের প্রস্তাব উত্থাপন করেন কে?
উত্তর : ইন্দিরা গান্ধী।
২৪) পাকিস্তানি বাহিনী কোথায় আত্নাসমর্পণ করে?
উত্তর : রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
২৫)পাকিস্তানি বাহিনীর কত জন সদস্য আত্নাসমর্পণ করে?
উত্তর : ৯৩,০০০ সদস্য।
২৬) মুক্তিযুদ্ধের আত্নাসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : রেসকোর্স ময়দান।
২৭) ঐতিহাসিক আন্তাসমর্পণ দলিলের নাম কী ছিলো?
উত্তর : Instrument of Surrender।
২৮) আত্নসমর্পণের দলিল কতটি প্রস্হে প্রস্তুুত করা হয়?
উত্তর : ৩টি -একটি ভারত সরকার, দ্বিতীয়টি পাকিস্তান সরকার এবং তৃতীয়টি বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
২৯)আত্মাসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কে কে?
উত্তর : পাকিস্তানের পূর্বঋালীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি (এ,এ,কে নিয়াজি) ও যৌথবাহিনীর পক্ষে ভারতের পূবাঋালীর কমান্ডের অধিনায়ক জেনারেল জগজিৎ সিং অরোরা।
৩০) আত্নসমর্পণের জন্য এ,এ,কে,নিয়োজিকে পাকিস্তানি কী বলা হয়?
উত্তর: বাংলা শৃগাল।
৩১) আত্নসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
উত্তর : গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
৩২) আত্নসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দি (prisoner of war)হিসাবে কোথায় নিয়ে যাওয়া হয়?
উত্তর : ঢাকা সেনানিবাসে।
৩৩) মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে কবে কোথায় পাকিস্তানি বাহিনী অস্ত্র সমর্পণ করে?
উত্তর : ১৯ ডিসেম্বর ১৯৭১; ঢাকা সেনানিবাসের
৩৪) পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা পরিকল্পিত ভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে কবে?
উত্তর :১৪ ডিসেম্বর ১৯৭১।
৩৫) শহীদ বুদ্ধিজীবি দিবস কবে?
উত্তর : ১৪ ডিসেম্বর
৩৬) ১৪ ডিসেম্বরকে ‘শহিদ বুদ্ধিজিবী দিবস’ঘোষণা করেন কে?
উত্তর : বাংলাদেশের প্রথম প্রধানমএী তাজউদ্দীন আহমদ।
৩৭) পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দাশনিকের নাম কি?
উত্তর : গোবিন্দ চন্দ্র দেব (তিনি জি সি দেব নামেই সমধিক পরিচিত)।
৩৮) দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি কে?
উত্তর : ড,সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা
৩৯) বুদ্ধিজীবীদের হত্যার দিন কী বার ছিল?
উত্তর : মঙ্গলবার
৪০) বুদ্ধিজীবীদের হত্যার দিন বাংলা কত তারিখ ছিল?
উত্তর :২৯ অগ্রহায়ন ১৩৭৮