ফাল্গুনের শুভেচ্ছা এস এম এস (বসন্তের শুভেচ্ছা ছন্দ), ফাল্গুন নিয়ে পোস্ট, ফাগুন নিয়ে উক্তি- ফাল্গুন নিয়ে ক্যাপশন, বসন্তের শুভেচ্ছা ছন্দ ২০২২, পহেলা ফাল্গুন শুভেচ্ছা ছবি, পিকচার, ইমেজ – বসন্তের শুভেচ্ছা ছবি
বসন্ত নিয়ে ছোট ক্যাপশন, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা,বসন্তের স্ট্যাটাস, বসন্তের ফেসবুক স্ট্যাটাস
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
শান বাধানো ফুটপাতে
পাথরে ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।
গ্রীস্মের আগমনে কাঠ ফাটা রোদেলা দুপুর
বর্ষার আগমনে রিমঝিম বৃষ্টি।
শরতের আগমনে সাদা কাশফুল
বসন্তের আগমনে কোকিলের মধুর সুর।
“আর পড়ুনঃ” বসন্তের শুভেচ্ছা ছন্দ এসএমএস
আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে
সবার হৃদয় ছুয়ে গেছে অকাল প্রেমের আবেশে
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে।
“আর পড়ুনঃ” পহেলা ফাল্গুন ২০২২ এর শুভেচ্ছা
ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।
প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।
“আর পড়ুনঃ” ঋতুরাজ বসন্তের এসএমএস, ঋতু কালিন নতুন বাংলা SmS ২০২২
গাছে গাছে নতুন পাতা
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।
বসন্তের ফাগুন।
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা, বসন্ত এসে গেছে
মধুরও অমৃত বানী বেলা গেলো সহজেই, মরমে উঠিলো বাজি বসন্ত এসে গেছে।
সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।
বুকে নিয়ে ফুল
শিমুল,পলাশ, কৃষ্নো চূড়া
বুকে নিয়ে রক্তিম লাল ফুল
অর্জন করেছি
একুশ স্বাধিনতা বসন্ত
চেনা সুর অচেনা রঙ একেলা পথের মাঝে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে রই ফাল্গুন এসেছে
তাই তোমায় দিলাম ফাল্গুনের শুভেচ্ছা।
শুভ হোক ফাল্গুন।
ফাল্গুনের শুভেচ্ছা এস এম এস (বসন্তের শুভেচ্ছা ছন্দ)
গাছের পাতা ঝরে
নতুন করে গজিয়েছে পাতা
এইতো এসে গেছে বসন্ত
তাইতো তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে।
“আর পড়ুনঃ” 14 ফেব্রুয়ারি নিয়ে কিছু ছন্দ
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।
হে বসন্ত তুমি মায়ায় জরিয়ে যেও না চলে
যদি যাও, বলে যেও মোরে।
যাবার বেলায় যেও হৃদয় রাঙ্গিয়ে
সারা বছর যেন অপেক্ষায় থাকি তোমার আগমনে।
গাছে গাছে ফুলের সমারোহ কোকিলের কন্ঠে চারপাশ মন মুগ্ধ
তাই তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা
ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া,
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া।
ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা
ফাগুনের বাতাসে মিশে আছে মিষ্টি হাওয়া
প্রকৃতির প্রাণ পেয়েছে নতুন ভাবে,
আজ তাই পহেলা ফাগুন।
কোকিলের মিষ্টি মধুর ডাক
গাছের ফুলের সুন্দর সমাহার
সবকিছুতেই লেগে আছে বসন্ত
তাই সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা
“আর পড়ুনঃ” ভালোবাসা দিবসের মেসেজ (ভেলেন্টাইন ডে মেসেজ)
আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।
কত বসন্ত আসে, কত বসন্ত চলে যায়
কত কোকিলের পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়।
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না।
ফাগুনের দিনের শুরুতে
ফাগুনকে আমন্ত্রন করার জন্য
হলুদ শাড়ি, মাথায় ফুলের টায়রায় সেজেছে নারী।
হলুদ পাঞ্জাবি পড়ে সেজেছে পুরুষ,
বাতাসের ভেসে যাচ্ছে বসন্তের সুর।
বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাশফুল
এই দুপুরে তোমাকে দেখতে মন হল ব্যাকুল
ফাল্গুনের শুভেচ্ছা এস এম এস (বসন্তের শুভেচ্ছা ছন্দ)
দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙ্গে সাজি
আজ ঘরে ফিরতে চাইছে না যে
আমার এ মনের মাঝি।
আজ আমি বৃষ্টিতে ভিজেছি
আর মন খুলে কেঁদেছি
কেউ বুঝতেই পারিনি যে আমার
চোখ থেকে গড়িয়ে পড়ছে বৃষ্টির জল
নাকি চোখের জল
তাইতো বৃষ্টি এলেই আমি
নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে
“আর পড়ুনঃ” চুড়ি নিয়ে ছন্দ, চুড়ি নিয়ে স্ট্যাটাস (churi niye)
বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে।
প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।
বসন্তের রং ছাপিয়েছে একুল
আমের মুকুলে ভ্রমর খাচ্ছে দুল
সবাইকে জানায় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
ফাগুনের প্রথম সকালে
মেঘের কাছে পাঠালাম চিঠি
সে চিঠি হারিয়ে যাবে কিনা আছলের আচমকা বাতাসে
তবুও প্রতি ফাগুনে পাথাবো চিঠি
আকাশের খোলা খামে
সবাইকে ফাল্গুনের অনেক শুভেচ্ছা।