২৬ শে মার্চ এর স্ট্যাটাস (26 march status 2022)

২৬ শে মার্চ এর স্ট্যাটাস

২৬ শে মার্চ এর স্ট্যাটাস (26 march status 2022) স্বাধীনতা দিবসের শুভেচ্ছা sms, মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা,

স্বাধীনাতা তুমি
মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ
সে সকল শহীদদের স্মরণে
সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।

আজকের এই বিশেষ দিনে
সেই সকল সংগ্রামীদের প্রনাম জানাই
যাদের বলিদানের ফলে আমরা
আজ স্বাধীন ভাবে বাচঁতে পারছি।

“আর পড়ুনঃ” 26 se march bangla sms, ২৬ শে মার্চ sms

স্বাধীনতা মানে লিখতে পারি,
বলতে পারি কথা
স্বাধীনতা মানে
লাল সবুজের একখানি পতাকা

“আর পড়ুনঃ” স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাণী

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না
গোবিন্দ হালদার

তাদের সবাইকে জানাই
আমার স্যালুট,
যারা আমাদের দেশের
স্বাধীনতার জন্য
নিজেদের সুখের কথা
কখনো ভাবে নি

“আর পড়ুনঃ” স্বাধীনতা দিবসের sms, স্বাধীনতা দিবসের এসএমএস, স্বাধীনতা দিবসের মেসেজ

স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে স্বাধীনতা দিবস।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

একটি বাংলাদেশ তুমি জনতার,
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের শপথ।

মুক্ত স্বাধীন দেশের জন্য
দিয়ে গেছে যারা প্রাণ
গড়রো আমরা সোনার বাংলাদেশ
রাখবো তাদের মান।

“আর পড়ুনঃ” ফেসবুকে ইসলামিক প্রোফাইল পিকচার, পিক, ছবি, ফটো

আমরা কি করলাম?
আমাদের দেশের নেতারা কি করল?
এই বিতর্ক দুরে রেখে বরং আমি দেশের জন্য কি করলাম?
আজ কি করলাম?
এবং আগামী কাল কি করব? সেটাই ভাবি

“আর পড়ুনঃ” রমজান নিয়ে স্ট্যাটাস, রোযার শুভেচ্ছা ছন্দ Sms

মুক্তির সুর বেজে উঠুক,
বাংলার স্বাধীন প্রাণে, আর গানে গানে।

স্বাধীনতা তুমি, সেই ১৯৭১ সালের ২৬ শে মার্চ।
স্বাধীনতা তুমি, সেই আগ্নি ঝড়া রক্তমাখা দিন
গুলোর শক্তির প্রভাত।

শুধু স্বাধীনতা দিবসের দিন নয়,
দেশের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা
থাকুক বছরের বাকি দিন গুলোতেও।
শুভ স্বাধীনতা দিবস।
২৬ শে মার্চ এর স্ট্যাটাস

Related posts