ভ্যালেন্টাইন ডে এর পিক valentine de er pic Valentine Photo 2023
14 february valobasa dibos

মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত
সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি
১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস ছবি

একটা মেয়ে একটি ছেলেকে যত বেশী ভালোবাসে,
তার চোখের দিকে তাকাতে সে তত বেশী লজ্জা বোধ করে।
আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশী ভালোবাসে,
তার বেশী সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীত থাকে।
“আর পড়ুনঃ” ১৪ ফেব্রুয়ারি নিয়ে ইসলামিক স্ট্যাটাস উক্তি
wife valentine day bangla sms

আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি.
কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো,
আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে
“আর পড়ুনঃ” ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস ছন্দ
পিক ভালোবাসা দিবসের ফটো

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই
“আর পড়ুনঃ” 14 ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের পিকচার ছবি ফটো
পিকচার ভালোবাসা দিবসের ছবি

ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে,
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,
হাত সাজাবো মেহেদি দিয়ে,
আর তোমায় সাজাবো আমি আমার ভালোবাসা দিয়ে।
বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা

“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো
হয় না কখনো মলিন
হয় না ধূসর কিংবা বর্নহীন
যা শুধু রংধনুর রঙে রঙিন
হোক না সেটা এপার কিংবা ওপারের
তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
ভ্যালেন্টাইন ডে এর পিক
ভালোবাসা দিবসের ছবি

গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি,
সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি।
ভাবতে আমার ভাল লাগে শুধু তোমাকে,
তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে।
ভালোবাসা দিবসের ফটো

তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো, যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন, নদী যেমন দেয় মোহনা, তেমনি আমি তোমার উপমা।
ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি, ২০২৩
