মেয়েদের চোখ নিয়ে প্রশংসা (Meyeder Chokh Niye Prosongsa)
জানার উপায় এর প্রিয় ভাই ও বোনেরা আপনাকে ধন্যবাদ জানাই মেয়েদের চোখ নিয়ে প্রশংসা করবেন যেভাবে।
আমাদের সাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ। চলুন আজকের আলোচনার বিষয় নিয়ে শুরু করা যাক এখান থেকে।
মেয়েদের চোখ নিয়ে প্রশংসাঃ
আসলে বলতে গেলে মেয়েদের চোখ গুলো অনেক সুন্দর হয়, তার পর আমার কাছে বোরকা পড়লে আর ও বেশি সুন্দর লাগে। আর আমরা মেয়েদের মন জয় করার জন্য কত রকমের কথা বলে থাকি।
কিন্তু সকল প্রশংসার উর্ধ্বে হলো একজন নারীর চোখ। তবে চলুন একটু একটু প্রশংসা করা শুরু করি।
১) আমার কাছে তোমার কোমল চাউনি নির্মল চোখ আমার জয় করেছে। এত সুন্দুর চোখ বেবীর ও নেই বিশ্বাস
করো আমার জান টি।
২) জান একটি কথা জানো কি, মানুষের মনের সব কথা কিন্তু চোখে ও প্রকাশ পায়।
তোমার অন্তুরের পবিত্রতা তোমার চোখেই ভেসে উঠছে।
৩) তোমার ভালোবাসার ওই চোখ আমার হৃদয় আটকে আছে।
আমাকে মুক্ত করো ভালোবেসে।
৪) একটা গান আছে চোখ যে মনের কথা বলে, হ্যাঁ তোমার মনের কথা তোমার চোখেই প্রকাশ পাচ্ছে।
এখানে এক ফোটা মিথ্যে কথাও নেই।
৫) পৃথিবীর সব ভালোবাসা হারিয়ে গেলেও তোমার ঐই চোখের ঈশারা কখনো ভোলার নয়, কারণ তোমার ঔই
চোখ মায়াবী চোখ।
৬) সারাদিন কাজ কর্ম অফিশ করে এসে ও একবার তোমার চোখে দিকে তাকালে আমি সব কাজ কর্মের কষ্টের
কথা বুলিয়ে যাই।
৭) তোমার চোখের চাউনি ধন্য করে আমাকে।
হাজার কোটি মাইল আমি এই চোখের জন্যে পাড়ি দিতে পারি।
৮) তোমার চোখের জলের মত স্বচ্ছ আমার অনুভূতি।
তোমার চোখ কে জিজ্ঞেস করো সে কতটা পবিত্র।
৯) যেমন শিশুর মত পবিত্র চোখ নিয়ে জন্মেছো তুমি, সেই চোখ আজো শিশুর মতই আছে তোমার।
১০) তোমার বাদামী চোখের দিকে তাকালে নিজেকে আর ঠিক রাখা যায় না।
১১) সমুদ্রের নীলের মত নীল চোখ তোমার।
এই চোখে তাকালে মনে হয় সমুদ্রের নীল হারিয়ে গেছি।