ফানি গুড নাইট মেসেজ (funny good night message)

ফানি গুড নাইট মেসেজ (funny good night message)

আমার সোনা আজও তুমি তোমার কোলবালিশ নিয়ে ঘুমাচ্ছ আমি কিন্তু তোমাকে কথা দিচ্ছি আমরা দুজন খুব তাড়াতাড়ি একসঙ্গে ঘুমাবো (অনেক আদর)

জান কেউ টাকা-পয়সা নিয়ে অহংকার করে কেউ বা আবার রূপ নিয়ে যাকে আমি মেসেজ করি সে নিজের কপাল নিয়ে অহংকার করে। গুড নাইট মেসেজ।

আমার জান পাখি আমার তোতা পাখি রাতের তারা তাকিয়ে দেখো আকাশ প্রানের ভাসে সত্যিকারের বন্ধু পেলাম বলে খুশি রাত জাগা এক পাখি জানি আমার পথের যাত্রী সময় হলো তাই তো এবার জানাই শুভরাত্রি।

ছ্যাকা খাওয়ার সূত্র
পছন্দ+ভালোবাসা+বিশ্বাস=পুষ্টিকর বাঁশ

প্রেমে পড়ার আগে আমি জীবনেও প্রেম করবো না প্রেমের পড়ার পর বলে আমি ওকে ভালবাসি ওকে বিয়ে করব।

সামনে ভূত
পিছনে আমি
ডানে তেলাপোকা
বামে কারেন্টের তার
এখন তুমি কাকে জড়িয়ে ধরবে।

পুকুরে থাকে মাছ মাটিতে থাকে ঘাস লজ্জায় আমি পারিনা বলতে তুমি আমার ক্রাশ।

কেউ একটা প্রেম করে দাও না হলে কিন্তু বলে দিব সেদিন তুমি পার্কে কি করছিলে। গুড নাইট

Related posts