ভালো থেকো সুস্থ থেকো (valo theko sustho theko)

ভালো থেকো সুস্থ থেকো

valo theko sustho theko, ভালো থেকো সুস্থ থেকো

ভালো থেকে
সুস্থ থেকে

সবাইকে সুস্থ থাকতে সাহায্য করো।

ভালো থেকে তুমি
সুস্থ থেকো
আমি না হয় ভালোই থাকবো
তোমার দেখানো পথে
নিপুন অভিনয়ের আড়ালে

“আর পড়ুনঃ” খুব কষ্ট হচ্ছে আজ, আমি তোমার যোগ্য না এস এম এস

ভালো থেকে, সুস্থ থেকো
খুশি থেকে চিরদিন।
বুক ভরা ভালোবাসা দিয়ে
জানাই শুভ জম্মদিন

“আর পড়ুনঃ” রূপের প্রশংসা sms

সুস্থ থেকে
ভালো রেখো……
থেমে নয়
প্রেমে থেকো…….

জানাতে চাইনা আমি কেমন
আছি, পৃথিবী সুস্থ থাকুক এই টুকুই যথেষ্ট

“আর পড়ুনঃ” ছোট বেলার ছন্দ, হাসা হাসির ছন্দ

তোমার দুঃসময়ে তাদের সাথী
করো যারা তোমার জন্য পবিত্র
চিত্তে সুস্থতা কমনা করবে।

অসুস্থ হলে বুঝা যায়,
সুস্থতা কত বড়
নেয়ামত, আল্লাহ পাক
সবাইকে সুস্থ রাখুক

“আর পড়ুনঃ” আমি চাই তুমি ভালো থেকো (Koster Story)

মানবিকতা, মানসিকতা, থাকলে
তবেই সে সুস্থ মানুষ।

Related posts