সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
উত্তর:কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্যের যে পরিমাণ ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়।
মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের সুযোগ সীমিত। এই সীমিত সম্পদ থেকে অসীম অভাব পূরণের ক্ষেত্রে মানুষকে গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করতে হয়। মূলত এখান থেকেই সুযোগ ব্যয় ধারণার সৃষ্টি। একটা উদাহরণ হিসেবে বলা যায়, লেখাপড়া করলে পিতাকে বাসায় অর্থনৈতিক কাজে সহায়তা করা সম্ভব নয়। এখানে লেখাপড়া করার জন্য বাড়িতে কাজ করতে না পারা লেখাপড়ার সুযোগ ব্যয়।