আয়ের সংজ্ঞা দাও।

আয়ের সংজ্ঞা দাও।

উত্তর : আয় বলতে সাধারণত কাজ করে অর্থ উপার্জন করাকে বোঝায়। অর্থনীতিতে আয় হলো দ্রব্যসামগ্রীর প্রবাহের ফলে নতুন কোনো সম্পদ সৃষ্টি করা। উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায়, তাকে আয় বলে। সুতরাং আয় হলো অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ থেকে সৃষ্ট তৃপ্তি প্রবাহ।

Related posts