জমি বন্ধক রাখার দলিল লেখার নিয়ম (jomi bondhok)

land contract জমি বন্ধক নামা লেখার নিয়ম

jomi bondhok rakhar dolil lekhar liyom ,জমি বন্ধক রাখার দলিল লেখার নিয়ম, জমি বন্ধক রাখার দলিল

 

দাতাঃ মোঃ বাদশা মন্ডল                                  গ্রহীতাঃ মোঃ রফিকুল ইসলাম

পিতা মৃতঃ শুকুর আলী মন্ডল                         পিতা মৃতঃ মতিবর রহমান

গ্রামঃ সিংড়াবাড়ী                                              গ্রামঃ সিংড়াবাড়ী

পোষ্টঃ পূর্ববেতগাড়ী                                         পোষ্টঃ পূর্ববেতগাড়ী

থানাঃ কাজিপুর                                                 থানাঃ কাজিপুর

জেলাঃ সিরাজগঞ্জ                                            জেলাঃ সিরাজগঞ্জ

 

দাতাঃ আমি মোঃ বাদশা মন্ডল, পিতা মৃত শুকুর আলী মন্ডল আমার নিজ আবাদী জমি মোট ১১শতক (এগারো) শতক যার মূল্য ১০০০০০ (এক লক্ষ টাকা) আমার বিশেষ প্রয়োজনে সিংড়াবাড়ীর মৌজার মৃত মতিবর রহমান এর ছেলে রফিকুল ইসলাম এর নিকট হতে বন্ধক হিসাবে ০৪-১১-২০২১ তারিখে (এক লক্ষ) ১১ শতক জমির বিনিময়ে নিয়েছি। শর্ত থাকে যে আমি ও আমার অরিশগণ উক্ত টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ঐ জমিতে আসিতে পারিব না এবং আরও উল্লেখ থাকে যে টাকা পরিশোধ না করিয়া জমি দখলে আসিলে তাহা আইনানুগ গ্রাহর্য হইবে না।

 

স্বাক্ষীগনের স্বাক্ষর                                                                                নিবেদক

১)                                                                                                   মোঃ বাদশা মিয়া

২)                                                                                                    ( বাদশা যদি নাম লিখতে না

৩)                                                                                         পারে ব কলম সই দিয়ে টিপ সই দিবে)

 

 

“আর পড়ুনঃ” জমি বন্ধক নামা চুক্তিপত্র লেখার নিয়ম

Related posts