বাংলাদেশের অর্থনীতিতে কৃষি সম্পদ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় কৃষি সম্পদ
গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পলি সমৃদ্ধ উর্বর কৃষিক্ষেত্র। আমাদের জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত, নদ-নদী প্রভৃতি কৃষি উৎপাদনের সহায়ক। এদেশে প্রায় ২ কোটি ২২ লক্ষ একর চাষযোগ্য কৃষি জমি রয়েছে। আমাদের কৃষিক্ষেত্রে ধান, গম, ডাল, আলু, তৈলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য এবং পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপন্ন হয়। দেশের প্রায় ৭৫ ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ের ১৬ ভাগ কৃষি থেকে আসে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি সম্পদের ভূমিকা অপরিহার্য।