ভোগ বলতে কী বোঝায়?

ভোগ বলতে কী বোঝায়?

উত্তর: ভোগ বলতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বোঝায়।
আমরা প্রতিদিন নানা ধরনের পণ্য ভোগ করি। এখানে ভোগ বলতে এগুলোর নিঃশেষ করাকে বোঝায় না, আমরা শুধু দ্রব্যগুলো ব্যবহারের মাধ্যমে এর উপযোগ গ্রহণ করতে পারি। অভাব মোচন দ্বারা দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হলে তাকে ভোগ বলা হয়।

Related posts