সাংগঠনিক কাজের একটি তালিকা
তৈরি কর।
সমাধান : সাংগঠনিক কাজের তালিকা নিম্নরূপ —
১. কারবার গঠনের উদ্দেশ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন।
২. কারবারের নীতি নির্ধারণ।
৩. উৎপাদনের উপকরণসমূহ সংগ্রহ ও তাদের মধ্যে সমন্বয় সাধন।
৪. কাজের ধরন ও উদ্দেশ্যের মিল অনুযায়ী কারবারের কাজগুলোর বিভাজন।
৫. অভিজ্ঞতা, যোগ্যতা ও ক্ষমতা অনুযায়ী কর্মচারীদের মধ্যে কাজ বণ্টন।
৬. কাজের কর্তৃত্ব ও দায়ভার অর্পণ।
৭. উপাদানগুলোর পারিশ্রমিক প্রদান।
৮. কারবারের সার্বিক ঝুঁকি বহন।
৯. নতুনত্ব প্রবর্তন।
১০. দ্রব্য বাজারজাত করা।
১১. মুনাফা লাভ করা ইত্যাদি।