ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না কেন?
উত্তর : উৎপাদন ব্যবস্থায় উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন কৌশল ও প্রযুক্তিগত পরিবর্তন করা হলে প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না।
কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। প্রথমদিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে। আবার ভূমির উর্বরতা বা প্রাকৃতিক কোনো কারণে বিধিটি অকার্যকর হয়। উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ উপকরণ নিয়োগ করতে থাকলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। এ ছাড়াও একটি নির্দিষ্ট সময় মেয়াদের বাইরে এই বিধিটি কার্যকর হয় না।