বাজার বলতে কী বোঝ?
উত্তর : অর্থনীতিতে বাজার বলতে শুধু বেচা-কেনার নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং বাজার হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা বেচা-কেনা হয়। যেমন— অনলাইনে বেচা-কেনা, টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে বেচা-কেনা ইত্যাদি। এ ধরনের বাজারে বিভিন্ন পণ্য বেচা-কেনা বা বিশেষায়িত পণ্যের ক্রয়-বিক্রয় হতে পারে, যেমন— কাঁচাবাজার, পাটের বাজার, ধান-চালের বাজার, শ্রমের বাজার, স্বর্ণের বাজার, চায়ের বাজার, শেয়ার বাজার ইত্যাদি।