নিকাশঘর বলতে কী বোঝায়?
উত্তর : নিকাশঘর হলো এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহ কোনো নির্দিষ্ট এলাকা বা কোনো স্থানে নির্দিষ্ট সময়ে একত্রিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে। নিকাশঘরের উপস্থিতি ব্যাংকিং কার্যাবলিতে গতিশীলতা সৃষ্টি করে; আর এর অবর্তমানে সৃষ্টি হয় অনভিপ্রেত বিড়ম্বনা।