সমবায় ব্যাংক কী? ব্যাখ্যা কর।
উত্তর : সমবায়ের নীতিমালার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত ব্যাংক হলো সমবায় ব্যাংক।
পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের উদ্দেশ্য। সমবায় ব্যাংক দারিদ্র্য বিমোচন ও খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঋণ প্রদান করে। সমবায়ের ভিত্তিতে সংগঠিত কৃষিভিত্তিক এবং নির্মাণ শিল্পে এ ব্যাংক অর্থায়ন করে। এছাড়া গ্রামীণ যুব ও যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম গ্রহণ করে।