কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কী? ব্যাখ্যা কর।
উত্তর : কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বাংলাদেশে ব্যাপকভাবে দারিদ্র্য দূরীকরণে সরকার গৃহীত একটি পদক্ষেপ।
দারিদ্র্য বিমোচনের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে দরিদ্র লোকদের কাজের বিনিময়ে খাদ্য দেওয়ার কর্মসূচিই কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা কর্মসূচি নামে পরিচিত। এর অধীনে খাল খনন, রাস্তা, বাঁধ নির্মাণ ও সংস্কার ইত্যাদি কাজের জন্য নিয়োজিত শ্রমিকদের আর্থিক মজুরির পরিবর্তে খাদ্য দেয়া হয়।