ইসলামিক স্ট্যাটাস ২০২২ (Islamic Status 2022), ইসলামিক পোস্ট ২০২২, islamic happy new year wishes
Ekdin Saada Kapor Pore
Jete Hobe Ondhokar Kobore
Tomar Sob Kichu Pore Robe Duniyate
Ektu Vabo Moron Kaale Tomar Sathe Ki Jabe
Tai Allah Ke Bhoy Koro
Notun Bochorer Suveccha
যে আপনার ইবাদতে ব্যাঘাত ঘটায় সে
আপনার বন্ধু নয় সে আপনার
প্রকৃত শত্রু!
“আর পড়ুনঃ” নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ২০২২
আল-কুরআনের হরফ গুলো।
কালো
কিন্তু ভেতরে লুকিয়ে আছে
হেদায়েতের আলো।
“আর পড়ুনঃ” ইসলামিক শুভ সকাল sms, ইসলামিক ছন্দ মালা
যে আপনার সফলতা কে সহ্য করতে পারে না সে আপনার আপনজন নয়,
সে আপনার ঘুর দুশমন
মেকআপ নষ্ট হয়ে যাবে
দেখে কেউ ওজু করেনা
আর কেউ কেউ ওজু করতে
হবে দেখে মেকআপ করেনা।
পৃথিবীর সব সম্পর্কের শেষ আছে,
কিন্তু,
বান্দার সাথে আল্লাহর
সম্পর্কের শেষ নেই
“আর পড়ুনঃ” স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস এসএমএস মেসেজ
প্রত্যেক বিশ্বাস ঘাতকের জন্য
কেয়ামতের দিন একটা করে
পতাকা থাকবে, যার দ্বারা
বিশ্বাসঘাতক চেনা যাবে।
আল কোরআন।
তুমি তোমার মা’কে খুশি রাখো।
আল্লাহ তোমাকে খুশি রাখবেন।
-হযরত মুহাম্মদ (সঃ)
যদি না ভেবে থাকেন তাহলে আসুন নিম্নে বর্ণিত শর্তসমূহের সাথে মিলিয়ে নিন,
সঠিকটি বুঝে যাবেন। ইনশাআল্লাহ
আর তাদের বিরুদ্ধে লড়াই কর যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দীন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয়, তাহলে যালিমরা ছাড়া (কারো উপর) কোন কঠোরতা নেই।
তোমারা শুক্রবারকে ভয় করো।
কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে।
-হযরত মুহাম্মদ(সাঃ)
পাপীরা(মুসলিম/অমুসলিম) শেষ বিচার দিবসে অনেক সাফারার হবে। মহান আল্লাহ এখন ক্ষমাশীল হলেও তখন তিনি পাপী ও অবাধ্য বান্দাদের প্রতি খুবই কঠোর থাকবেন এবং এটি পাপী ও অপরাধীদের জন্য খুবই অনুতপ্তের বিষয় হবে।
“আর পড়ুনঃ” মোনাজাতের ছবি, পিক, ফটো, পিকচার ডাউনলোড
ইসলাম একমাত্র ধর্ম।
যেখানে হাসলে সওয়াব,
কাঁদলে গুনাহ্ মাফ।
-সুবহানআল্লাহ
এমনটা পাপী মুসলিমদের ক্ষেত্রেও হবে তবে ঈমান নিয়ে মারা গেলে জাহান্নামে শাস্তি ভোগ করার পর আল্লাহর হুকুমে সে জান্নায়ে যেতে পারবে।
ইসলামিক পোস্ট ২০২১
সর্বশ্রেষ্ঠ ধর্ম পাইছি
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী পাইছি।
সৌভাগ্য প্রকাশের জন্য আর কি চাই।
মৃত্যুর সময় যেমন মালাকুল মাউত (আ) আমাদের জান কবয করতে আসেন
তেমনি শয়তান আসে ওই সময় ঈমান হারা করতে মনে নানা সন্দেহের অনুপ্রবেশ ঘটাতে।
তাই আমাদের উচিত আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, নবীর দেখানো পথে চলা,
পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা ও তাঁর সাহাযা চাওয়া এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য দুয়া করা।
কেউ যখন দু’আ করার জন্য হাত তোলে, তখন চিরঞ্জীব ও সম্মানিত মহান
আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তিনি কখনোই
আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ আপনার দু’আ কবুল করবেন।
হে আল্লাহ! ভিক্ষুককে খেদিয়ে দিলে সে আরেকজনের কাছে যেতে পারে,
কিন্তু তুমি যদি আমাকে তোমার রহমতের দরবার থেকে তাড়িয়ে দাও আমি কোথায় যাব?
জাহান্নাম ছাড়া তো আমার কোন উপায় নেই।
“আর পড়ুনঃ” ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ২০২২
নামায পড়তেই থাকুন।
হতাশ হবেন নাহ।
বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট
দূর করবেন।
হে আমার মালিক!
তুমি যদি আমাকে জাহান্নামে পাঠাও তবে আমার কোন অধিকার নেই এ ব্যাপারে অসন্তুষ্ট হওয়ার;
কারণ আমি যেসব গোনাহ করেছি তার জন্য জাহান্নামই প্রাপ্য।
হে আমার রব!
আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই।
তোমার প্রতি ভালো ধারণা ব্যতীত আমার কোন সম্বল নেই।
তুমি ছাড়া আমার কোন সহায় নেই।
আমাকে মাফ করে দাও।
হে আল্লাহ!
আমি যদিও জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখি না, আমি তো জাহান্নামের আগুন সহ্য করারও ক্ষমতা রাখি না!
কীভাবে থাকব সেখানে?
হে আল্লাহ আমার মত পাপিষ্ঠকে ক্ষমা করলে তোমার কোন জবাবদিহি করতে হবে না।
হে মালিক!
দোমার দয়ার ভাণ্ডার তো বিশাল!
একটু আমার দিকে রহমতের দৃষ্টি দাও।
এভাবে মনের মাধুরি মিশিয়ে আল্লাহর কাছে চাইলে অশ্রুপাত হবে ইনশাআল্লাহ।
নতুন ইসলামিক পোস্ট/ ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২১
I Love You – আল্লাহ কে বলো । I Miss You – নামাজ কে বলো। I Believe You – কোরআন কে বলো।
I Trust You – রাসুল কে বলো। I Like Must – ইসলাম কে বলো । I Hate You – শয়তান কে বলো । I Don’t Care – দুনিয়া কে বলো।
এরা এমন লোক যে, তাদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই, আর তারা যা কিছু করেছে, তা সবই পরকালে নিষ্ফল হবে এবং যা কিছু করে থাকে, তাও নিরর্থক হবে। (সূরা হুদ-১৬)
শীতের অজু।
গরমের রোজা।
যৌবনের ইবাদত।
আল্লাহর কাছে খুব পছন্দনীয়।
“আর পড়ুনঃ” সামনে আসিতেছে শীতের দিন এস এম এস
যদি তোমরা ভয়ে কবর দেওয়া পরিত্যাগ না করতে, তাহলে আমি আল্লাহর নিকট দু’আ করতাম, যেন তোমাদেরকে কবরের আযাব শুনানো হয়, যা আমি শুনতে পাই।[২]
কিসের GF,
কিসের BF,
ভালোবাসার অপর নাম হযরত মোহাম্মদ (সাঃ)
হাদিসে এসেছে, মুমিন ব্যক্তিকে কবরে জান্নাতের পোষাক পরিয়ে দেওয়া হবে, তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে, ফলে সে এগুলো উপভোগ করতে থাকবে।[৩]
এগুলো দেখার পর সে বলবে, ‘হে আল্লাহ! দ্রুত কেয়ামত সংঘটিত করো,
যাতে আমি আমার পরিবার এবং সম্পদের দিকে ফিরে যেতে পারি।’[৪]
“আর পড়ুনঃ” মুক্তিযুদ্ধ বিজয়ের সুবর্ণজয়ন্তী MCQ উত্তর( ডিসেম্বর ২০২১)
তিনটি প্রেমে কোন কষ্ট নাই।
আল্লাহর সাথে।
রাসুল (সঃ) এর সাথে।
মা-বাবার সাথে।
আর কাফেরের জন্য কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং সে তার জাহান্নামের স্থানটি দেখতে পাবে।
ফলে ভয়ে আল্লাহ্কে বলবে, ‘হে প্রতিপালক! কিয়ামত সংঘটিত করবেন না।’[৫]
এজন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব এবং ফিতনা থেকে বারবার পানাহ চাইতেন।
আমরা এভাবে দু’আ করতে পারি-
হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই,
হোক সেটা রাজমিস্ত্রী কিংবা বাদামবিক্রি।
ইসলামিক স্ট্যাটাস বাংলা,ইসলামিক মেসেজ,ইসলামিক সুন্দর উক্তি,ইসলামিক পোস্ট বাংলা