মুদ্রা সরবরাহ বলতে কি বুঝায়?
What do you understand by money supply?
উত্তর: অর্থনীতির ভাষায়, “Money supply is the total amount of monetary assests available in as economyat a specific time. ” অর্থাৎ, একটি নির্দিষ্ট সময়ে একটা অর্থনীতিতে যে পরিমাণ আর্থিক সম্পদ পাওয়া যায়। তাকে রাজা হয়। সাধারণত যে সকল মুদ্রা বা অর্থ অর্থনীতিতে প্রচলিত আছে এবং যে সকল চাহিদা আমানত রয়েছে তাদের সমষ্টিকে মুদ্রা সরবরাহ বলা হয়।
একটি অর্থনীতিতে মুদ্রা সরবরাহ নিম্নোক্ত ভূমিকা পালন করে- (i) এটা অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ডকে প্রভাবিত করে।
(i) এটা দিয়ে মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয়।
(ii) এর কারণে সুদের হার ও বিনিয়োগের পরিমাণ হ্রাস-বৃদ্ধি ঘটে ।
(iv) মুদ্রা সরবরাহ বাড়লে সুদের হার কমে যায় যা বেশি বেশি বিনিয়োগের জন্য সহায়ক।
(v) মুদ্রার সরবরাহ বাড়লে বিনিয়োগ কমে, মানুষের হাতে টাকার পরিমাণ কমে যায়।