১৬ ডিসেম্বর কবিতা (বিজয়ের মাস)
১৬ ই ডিসেম্বর
শাহ্ আলম শেখ শান্ত
বিজয় হয়েছে আজ লাল ও সবুজের
জান দিতে হয়েছে লক্ষ বুঝ অবুঝের
হয়েছে স্বাধীন আজ এই সোনার বাংলাদেশ
সুজলা-সুফলা সোনালী ক্ষেতের সমাবেশ ।
প্লাবিত হয়েছে এদেশ আজ বিজয় উল্লাসে
প্রিয়জন হারা অসহ্য শোক ভুলে গেছে হেসে
বুঝেছে দারুণ অত্যাচারী এজাতি নয় ক্ষীণ
অন্যায় রুখতে সজ্জিত থাকে নিশিদিন ।
নতশিরে করে না আপোশ অত্যাচারির ঠেস
রক্ত দিয়ে যতনে গড়েছি সোনার বাংলাদেশ
জলন্ত প্রমাণ তার ১৬ ই ডিসেম্বর
ক্ষমার মঞ্চেও হানাদার কেঁপেছিল থত্থর !
অন্যায়ের গলা টিপে ধরি ভয়কে করি জয়
অক্ষয় ইতিহাস ধরার বুকে বাঙালির পরিচয়
এদিনেই লিখেছি ধরার বুকে রক্ত দিয়ে বিজয় গাঁথা
চিনে গেছে বিশ্বজাতি বাঙালিদের উঁচুমাথা ।
বিজয় তুমি ১৬ই ডিসেম্বর, লাখ শহীদের রক্ত মাখা প্রাণ—
বিজয় তুমি শাশ্বত বাংলার সোনালী ফসল-সরষে ফুলের ঘ্রাণ।
বিজয় তুমি সুন্দর বনের চিত্রাহরিণ আর দোয়েল,শ্যামা,টিয়া—
বিজয় তুমি উত্তাল সমুদ্র ঘেরা, সেন্ট মার্টিন-কুতুবদিয়া।
বিজয় তুমি শীতের সকালে শিশির ভেজা ঘাস,
বিজয় তুমি বিশ্বখ্যাত বাংলার সোনালী আঁশ।
বিজয় তুমি জেমসের সোনার বাংলা-আমি তোমায় ভালবাসি,
বিজয় তুমি হায়দার হোসেনের গণতন্ত্রের হাসি।
বিজয় তুমি লাখ শহীদের রক্তভেজা দান,
বিজয় তুমি লাখ বাঙালীর মুক্তি কামী প্রাণ।
বিজয় তুমি জর্জ হ্যারিসানের স্বপ্নের বাংলাদেশ—
বিজয় তুমি লজ্জাবতী পল্লী তরুনীর মেঘবরন কেশ।
বিজয় তুমি বিশ্ব মানচিত্রে নতুন একটা দেশ—
বিজয় তুমি ছিনিয়ে এনেছ সোনার বাংলাদেশ।
বিজয় হয়েছে আজ লাল ও সবুজের জান দিতে হয়েছে লক্ষ বুঝ অবুঝের হয়েছে স্বাধীন আজ এই সোনার বাংলাদেশ সুজলা-সুফলা সোনালী ক্ষেতের সমাবেশ।
প্লাবিত হয়েছে এদেশ আজ বিজয় উল্লাসে প্রিয়জন হারা অসহ্য শোক ভুলে গেছে হেসে বুঝেছে দারুণ অত্যাচারী এ জাতি নয় ক্ষীণ অন্যায় রুখতে সজ্জিত থাকে নিশিদিন ।
নতশিরে করে না আপোষ অত্যাচারীর ঠেস রক্ত দিয়ে যতনে গড়েছি সোনার বাংলাদেশ জলন্ত প্রমাণ তার ১৬ ই ডিসেম্বর ক্ষমার মঞ্চেও হানাদার কেঁপেছিল থরথর!
অন্যায়ের গলা টিপে ধরি ভয়কে করি জয় অক্ষয় ইতিহাস ধরার বুকে বাঙালির পরিচয় এদিনেই লিখেছি ধরার বুকে রক্ত দিয়ে বিজয় গাঁথা চিনে গেছে বিশ্বজাতি বাঙালিদের উঁচুমাথা।
16 ডিসেম্বর কবিতা,ডিসেম্বর মাসের কবিতা ,বিজয়ের মাস ডিসেম্বর কবিতা,১৬ ডিসেম্বর উপলক্ষে কবিতা ,১৬ ডিসেম্বর ছোট কবিতা ,december kavita ,১৬ ডিসেম্বর সম্পর্কে কবিতা