ভেক্টর রাশি ও স্কেলার রাশি কাকে বলে?
ভেক্টর রাশি: যেসব ভৌত রাশিকে অর্থপূর্ণভাবে
বা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক
উভয়েরই প্রয়োজন হয় সেসব রাশিকে ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, ত্বরণ, বল ইত্যাদি ভেক্টর রাশির উদাহরণ।
কোনো রাশির সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা হয় ভেক্টর রাশি।
স্কেলার রাশি : কেবল সংখ্যা দিয়ে যে রাশি প্রকাশ করা হয় তা-ই হলো স্কেলার রাশি। অর্থাৎ, যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদের স্কেলার রাশি বলে। যেমন— দৈর্ঘ্য, দ্রুতি, ভর, কাজ ইত্যাদি স্কেলার রাশির উদাহরণ।